মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শত্রুকে কৃতকর্মের মূল্য পরিশোধ করতে জানে পাকিস্তান : জে. রাহিল

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ বলেছেন, তার দেশ বন্ধু বানাতে জানে একই সঙ্গে শত্রুকে কি করে তাদের কৃতকর্মের মূল্য পরিশোধ করতে হয় তাও জানে। এ ছাড়া, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় হিসেবে তুলে ধরেন তিনি। পাকিস্তানের প্রতিরক্ষা দিবস উপলক্ষে গতকাল রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতরের অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান আন্তরিক অব্যাহত রাখবে বলেও এ সময়ে ঘোষণা করেন তিনি। পাকিস্তানের শত্রুদের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা শক্তিশালী ছিল কিন্তু এখন তা অজেয় হয়ে উঠেছে। সন্ত্রাস বিরোধী লড়াইকে পাকিস্তানের অস্তিত্ব রক্ষার যুদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ লড়াইয়ে পাকিস্তান আল্লাহ এবং রাসূল (সা.) শিক্ষাকে অনুসরণ করে চলবে। পার্সটুডে।
অস্ট্রেলিয়ায় মিলল ডাইনোসরের পায়ের ছাপ
ইনকিলাব ডেস্ক : শামুক কুড়াতে গিয়ে ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করে বসেছেন অস্ট্রেলিয়ার এক নারী। বিবিসি জানায়, অস্টেলিয়ার পশ্চিমের শহর ব্রুমে’র কেবল সৈকতে বিশাল আকৃতির ওই পায়ের ছাপ খুঁজে পান ৩৭ বছর বয়সী বিন্দি লি পর্থ। ব্রুমের উপকূলে এর আগে ১৩ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ খুঁজে পাওয়া গেছে। কিন্তু কেবল সৈকতের মতো জনপ্রিয় স্থান যেখানে প্রচুর পর্যটকের আনাগোনা রয়েছে, এরকম স্থানে ফসিলে পরিণত হওয়া কোটি কোটি বছরের পুরনো এধরনের পায়ের ছাপ খুঁজে পাওয়ার নজির নেই। লি পর্থ বলেন, তিনি যখন প্রথম পায়ের ছাপগুলো দেখতে পান তখন ওটা সত্যি বলে বিশ্বাস করতে পারেননি। একগাদা পাথরের চারপাশে শামুক কুড়ানোর সময় তিনি ওই ছাপগুলো দেখতে পান। দুই বছর আগে ব্রুমের বাসিন্দা পর্থ বলেন, ওই এলাকায় এর আগে তিনি শতাধিকবার গিয়েছেন। তিনি সেখানে মোট ছয়টি পায়ের ছাপ খুঁজে পান। তিনি বলেন, “১৩০ কোটি বছর আগের পায়ের ছাপের উপর দাঁড়িয়ে থাকা অসাধারণ অভিজ্ঞতা।” রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন