শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাশিয়া-চীনের জোরদার সম্পর্ক অব্যাহত থাকবে

-রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বৃহস্পতিবার বলেছেন, মস্কো ও চীনের মধ্যে গুণগতভাবে জোরদার সম্পর্ক বজায় রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে। রাশিয়ান টিভির ‘গ্রেট গেম টক শো’ অনুষ্ঠানে লাভরভ বলেন, রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বচ্ছতার ভিত্তিতে গঠিত। এ সম্পর্কের প্রধান লক্ষ্য হচ্ছে পারস্পরিক স্বার্থের প্রতি স্বচ্ছতা বজায় রাখা।

তিনি বলেন, চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত মিথস্ক্রিয় ও বহুমুখী অংশীদারিত্ব সরাসরি পরস্পরের বিরুদ্ধে নয়। এ সম্পর্কের ক্ষেত্রে কেবলমাত্র এ দুই দেশের জনগণের স্বার্থ রক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়া হয়ে থাকে।

চীন ও রাশিয়ার সাথে চুক্তি করার ব্যাপারে পশ্চিমা কিছু দেশের এগিয়ে আসার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লাভরভ বলেন, এক্ষেত্রে কোন দেশেরই পরস্পরের ব্যাপারে অভদ্র আচরণ করা উচিত হবে না। রাশিয়ার এ শীর্ষ ক‚টনীতিক আরো বলেন, ‘যথাযথ সম্মান জানানো ছাড়া চীন ও রাশিয়ার সাথে আলোচনা করা বা আমাদেরকে খাট করে দেখা বা আমাদেরকে অপমান করা ব্যক্তিরা হচ্ছেন মূল্যহীন রাজনীতিবিদ ও কৌশলবিদ। সূত্র : খবর এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন