বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২০ বছর পর ছাড়া পাওয়া ফিলিস্তিনিকে আবারও গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

২০ বছর পর ছাড়া পাওয়ার আনন্দে অনুষ্ঠান করায় ফিলিস্তিনি ব্যক্তিকে একদিন পর আবার গ্রেফতার করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। ছাড়া পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মজিদ বারবার নামে ওই ফিলিস্তিনের বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
ইসরাইলি জেলখানা থেকে ২০ বছর পর ছাড়া পাওয়ার একদিন পর ৪৫ বছরের মজিদ বারবারকে মঙ্গলবার রাতে আবার গ্রেফতার করা হয়। জেরুজালেমের রাস-আল-আমৌদ এলাকা থেকে ২০০১ সালে ওই ফিলিস্তিনি যুবককে প্রথম গ্রেফতার করা হয়েছিল।
মজিদের ভাই ইজ্জেদিন বারবার গণমাধ্যমকে জানান, ২০ বছর কারাভোগের পর গত সোমবার তার ভাই ইসরাইলি জেল থেকে ছাড়া পান। এ উপলক্ষ্যে তার পরিবার এক অনুষ্ঠানের আয়োজন করে। আর এতেই ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরাইলি বাহিনী তার বাড়িতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়ে ১২ জনকে আহত করে মজিদকে আবার গ্রেফতার করে নিয়ে যায়।সূত্র : আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
salman ৩ এপ্রিল, ২০২১, ৭:০৩ এএম says : 0
Yeah Allah, ai Borno Badhi, Nobbo Hitlar, Feroun, Nomrud, Karun, Saddad er Pretatta, YAHUDI Zalim der tumi DHONGSHO kore daw...ameen
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন