শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। গতকাল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।
বন বিভাগ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন ভ্রমণে না আসার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। তবে বনজীবীরা বনে প্রবেশ করতে পারবে। মধু ও কাঠ সংগ্রহ করতে পারবে মৌয়াল ও বাওয়ালীরা।
প্রসঙ্গত, করোনার কারণে গত বছর ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ১ নভেম্বর সুন্দরবন পর্যটকদের জন্য আবার খুলে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন