শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ১০ : আটক ৪ : পরিস্থিতি থমথমে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ২:২৩ পিএম

সিলেটের দক্ষিণ সুরমায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত আহত হয়েছেন ১০ জন । সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ও ১টি নোহা গাড়ী ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এসএমপি মোগলাবাজার থানা পুলিশ এ ঘটনায় আটক করেছে ৪ জনকে। এখন্ওো মামলা হয়নি, তবে প্রক্রিয়া চলছে বলে শনিবার বেলা দেড়টায় জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম। তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশ টইল, এছাড়া এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টায় জালালপুর ইউনিয়নের নকিবরচক ও ছদ্দলপুর গ্রামের লোকজন পরস্পরের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে হামলা-পাল্টা হামলা শুরু করে। প্রায় দুইঘন্টা ব্যাপী এ সংঘর্ষে আতংক ও রণক্ষেত্রে পরিনত হয়ে গোটা এলাকা। লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেলের বর্ষণ শুরু হয়। এতে আহত হন দু’পক্ষের অন্তত ১০ জন। আহতদের পাঠানো হয়ে বিভিন্ন হাসপাতালে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নেয় পরিস্থিতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন