বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঈশ্বরগঞ্জে অজ্ঞান পার্টির রহস্য উদঘাটন, টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৭:৩৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অভিনব কায়দায় বাড়ির লোকজনকে অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার চুরির এসব ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারসহ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ডিবির ওসি শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার ডাংরী এলাকার আবদুস ছাত্তারের ছেলে সবুজ মিয়া(৩০), কাঁঠাল ডাংরী এলাকার ইস্রাফিল মিয়ার ছেলে রফিক মিয়া (৩০) এবং পৌর সদরের কাকনহাটি গ্রামের কফিল উদ্দিনের ছেলে স্বর্ণকার শাহিন মিয়া (৪০)।

জানা যায় , গত১০জানুয়ারি রাতে রাজিবপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের চানু মেম্বারের বাড়ির লোকজন সন্ধ্যা নামতেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে কিছুটা হুঁশ ফিরলে তারা দেখতে পান ঘরের দরজা খোলা, আলমারি-ড্রয়ারের তালা ভাঙা। তিনটি কক্ষ থেকে লুটপাট করা হয়েছে নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার।
ওই রাতেই একই কায়দায় লুটের ঘটনা ঘটে পার্শ্ববর্তী দক্ষিণ মাইজহাটি গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার বাড়িতে ও মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নেছার উদ্দিনের বাড়িতে।
পরদিন ১১জানুয়ারি উপজেলার বিল খেরুয়া গ্রামে ঘটে ফের একই ঘটনা। এদিন তারা হানা দেয় স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা আবুল খায়ের ও এক কৃষক গোলাম মহিউদ্দিনের বাড়িতে। এরপর ১৪ জানুয়ারি মাইজহাটি এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুলের বাড়িতে চলে লুটপাট, অজ্ঞান করা হয় আক্রাম হোসেন নামের এক স্কুলশিক্ষকের পরিবারকেও। লুটপাট হওয়া প্রতিটি বাড়ির পাশেই ফেলে যাওয়া হতো লবণ, হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া।

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় ১৬ জানুয়ারি চুরির মামলা করা হলে সেটির তদন্ত করার জন্য দায়িত্ব আসে ডিবির কাছে। এরপর মামলার দীর্ঘ তদন্ত শেষে জড়িত সবুজ ও রফিক নামের দুজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনা স্বীকার করেন। পরে তাদের কথামত ঈশ্বরগঞ্জ পৌর বাজারে শাহীন মিয়ার দোকান থেকে চোরাই কিছু স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকাসহ চোরাই মাল ক্রেতা দোকানদার শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, দীর্ঘ তদন্ত শেষে জড়িত সবুজ ও রফিক নামের দুজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়। এবং স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকাসহ চোরাই মাল উদ্ধার করা হয়।

আসামিদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন