প্রাণঘাতী করোনাভাইরাসে রেকর্ডসংখ্যক আক্রান্ত ও মৃত্যুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ দিনের লকডাউন চেয়েছিল স্বাস্থ্য অধিদফতর। ইতোমধ্যে তাদের প্রস্তাবের ভিত্তিতে সাত দিনের লকডাউনের কথা ঘোষণা দিয়েছে সরকার।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ মন্ত্রীপরিষদ সচিব আনোয়ার হোসেন ও মুখ্য সচিব আহমেদ কায়কাউসের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বিভিন্ন মন্ত্রণালয়ের। এতে অধিদফতরের পক্ষ থেকে ১২ দিনের সম্পূর্ণ লকডাউনের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সরকার বলেছে প্রথম এক সপ্তাহ হবে। পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন