শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে মাস্ক না পরায় ২৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ৮:১৪ পিএম

মাস্ক ব্যবহার করা সহ স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে শনিবার বরিশালে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত ২৬ জন ব্যক্তি এবং ২টি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে ৪ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমান আদালত চলাকালে করোনা সংক্রমণ রোধে জনগণকে উৎসাহিত করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম এবং আরাফাত হোসেনের নেতৃত্বে শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলামের ভ্রাম্যমান আদালত নগরীর নতুন বাজার এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ১৫ ব্যক্তি এবং মাস্ক না পরা লোকজনকে স্থান দেয়ায় দুটি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরীর নথুল্লাবাদ এবং চৌমাথা এলাকায় অভিযান চালিয়ে মাস্ক বিহীন ১১ ব্যক্তির কাছ থেকে ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন