বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২ হাজার মানুষ হত্যা করা হয়েছে টিগরেতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

ইথিওপিয়ার টিগরেতে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও বিদ্রোহীরা। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি বয়সের মানুষটি ৯০ বছরের এবং সবচেয়ে কম বয়সেরটি হচ্ছে শিশু। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব ঘেন্টের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের নভেম্বরে টিগরের বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের নির্দেশ দেন শান্তিতে নোবেল পাওয়া প্রধানমন্ত্রী আবি আহমেদ। অভিযানে বিদ্রোহী টিগরে পিপলস লিবারেশ ফ্রন্ট পরাজিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর থেকেই বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা ও সহিংসতা চালাতে শুরু করে ইথিওপিয়ার বাহিনী। টিগরের হুমেরা শহরে তিন দিনে হত্যা করা হয় প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিককে। একটি ভিডিওতে দেখা গেছে, ইথিওপিয়ার সেনারা নিরস্ত্র এক দল তরুণকে ঘিরে আছে। সেই তরুণদের পাহাড়ের কিনারায় দাঁড় করানো হচ্ছে। পেছন থেকে সেনারা গুলি করে লাশ পাহাড়ের নিচে ফেলে দেওয়া হচ্ছে। এসময় সেনারা এক জন আরেকজনকে গুলির অপচয় না করার এবং এক জনও যাতে জীবিত না থাকে সেটি নিশ্চিত করতে বলছে। হত্যার পর সেনাদের উল্লাসও করতে দেখা গেছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন