বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চেন্নাই-দিল্লিতে করোনার থাবা

আইপিএল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

করোনার দ্বিতীয় ঢেউ আঁচড়ে পড়েছে পুরো বিশ্বেই। এর মধ্যেই চলতি মাসের ৯ তারিখ থেকে মাঠে গড়ানোর কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। কিন্তু এই আসর শুরুর আগে একের পর এক করোনার থাবার খবর আসছে। ওয়াংখেড়ের মাঠের কর্মী, দিল্লি ক্যাপিটালসের অক্ষর প্যাটেলের পর এ বার করোনার হানা চেন্নাই সুপার কিংস শিবিরেও। জানা গেছে, চেন্নাইয়ের কনটেন্ট টিমের একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এই খবর প্রকাশ পাওয়ার পরই আইপিএল জুড়ে তীব্র করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা আবহেই এবার আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত বছর করোনার জন্যই ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল
অনুষ্ঠিত হয়েছিল। এবার ভারতে টুর্নামেন্ট শুরুর ঠিক আগেই একের পর এক করোনায় আক্রান্তের খবর সামনে আসছে। তবে চেন্নাই টিম সূত্রের খবর, প্লেয়ার এবং সাপোর্ট স্টাফরা সবাই সুরক্ষিত রয়েছেন। সিএসকে টিমের এক সদস্য বলেন, ‘এটা সত্যি, কনটেন্ট টিমের একজন করোনায় আক্রান্ত। তাকে সঙ্গে সঙ্গেই আইসোলেট করা হয়েছে। পাশাপাশি এটাও জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি কোনও ভাবেই ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের কাছাকাছি যায়নি। তাই তারা প্রত্যেকেই সুরক্ষিত রয়েছে। পুরো টিমই প্রতিদিনের মতো প্র্যাকটিস করেছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন