শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রেকর্ড মৃত্যু সত্ত্বেও লকডাউনের কথা ভাবছে না ভারত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:৩৪ পিএম

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যু পূর্বের রেকর্ড ছাড়াচ্ছে। সেই সঙ্গে ফের লকডাউনের আশঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় আবার লকডাউন দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে ভারত সরকার জানিয়েছে তারা লকডাউনের কথা ভাবছে না। এমন পরিকল্পনা নেই তাদের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে পারেন। যে ১১টি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক, ক্যাবিনেট সচিব সেই রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, অর্থনীতিতে ফের ধাক্কা এড়াতেই দেশজুড়ে লকডাউনের কথা ভাবা হচ্ছে না।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিষয়ক সচিব তরুণ বজাজ বলেন, ‘ফের কোভিড সংক্রমণ সকলের কাছেই দুশ্চিন্তার। তবে স্বাস্থ্য পরিকাঠামো এখন আগের তুলনায় অনেক ভাল। কোভিডের টিকাও এসে গিয়েছে। তাই আমার মনে হয়, সরকার এবার লকডাউন না করেই ভাইরাসের মোকাবিলা করবে।’ সূত্র : আনন্দবাজার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন