শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আওয়ামী লীগ আর হেফাজতী আঁতাতের আরেক দৃষ্টান্ত স্থাপন- কাদের মির্জা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৮:১৮ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্তব্য করেছেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী কেলেঙ্কারির সময় ধরা পড়ার পর তাকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ আরও একটা হেফাজতী আঁতাতের দৃষ্টান্ত স্থাপন করলো ।

রোববার নিজের ফেইসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
ফেইসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী কেলেঙ্কারির সময় ধরা পড়ার পর। তাকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ আরও একটা হেফাজতী আঁতাতের দৃষ্টান্ত স্থাপন করলো ।

একাধিক সূত্রে জানা যায়, গত কিছু দিন আগে কাদের মির্জার বাড়ির পাশের এক ধর্মীয় বক্তাকে ওয়াজ মাহফিল থেকে আটক করে থানায় সোপর্দ করে। পরে এ ঘটনার প্রতিবাদে হেফাজতে ইসলামের লক্ষাধিক নেতাকর্মী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিলও প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তারা কাদের মির্জার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন। ওই ঘটনার পর থেকে হেফাজতে ইসলামের সাথে কাদের মির্জার ব্যক্তিগত ভাবে দূরত্ব সৃষ্টি হয়। তবে এক সময় কোম্পানীগঞ্জ উপজেলা হেফাজতের নেতাদের সাথে কাদের মির্জার ভালো সখ্যতা ছিল বলে জানা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন