শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা আনা হচ্ছে : অর্থমন্ত্রী

‘১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৮:৫৭ পিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে। রোববার (৪ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ তথ্য বলেন।

জাতীয় সংসদে ছয় মাসের বাজেট বাস্তবায়নের ওপর প্রতিবেদনে তিনি বলেন, এই টিকা বৈশ্বিক উদ্যোগ গ্যাভি কোভ্যাক্সের মাধ্যমে আনা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার থেকে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে যার আওতায় ৪৮ লাখ ৪০ হাজার টিকা দেওয়া হয়েছে। অবশিষ্ট টিকা আনার কাজ চলছে বলেও জানান অর্থমন্ত্রী।

‘বিশ্বের শীর্ষ ২০টি টিকা প্রদানকারী দেশের অন্যতম হিসেবে আমরা স্থান করে নিয়েছি’ উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Tareq Sabur ৪ এপ্রিল, ২০২১, ১০:৩৫ পিএম says : 0
টিকার কথাবলে পরে সব টাকা ভারতকে দিয়ে দিয়েন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন