মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার অনুদান যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের যেসব সাহায্য-সহায়তা বন্ধ করেছিলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এসে অন্যায়ভাবে বন্ধ করা সব অনুদান একে একে চালু করছেন। তারই অংশ হিসেবে প্রথম দফায় ফিলিস্তিনকে সাড়ে ১২ কোটি ডলার অনুদান দিচ্ছে বাইডেন প্রশাসন। খবর ডেইলি সাবাহর। এ ব্যাপারে কংগ্রেসকে অবহিত করেছে বাইডেন প্রশাসন। মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি কংগ্রেসকে নিশ্চিত করেছে। ২০২০ সালের বাজেটের সঙ্গে সমন্বয় করে এ অনুদানের অর্থ ছাড় দেওয়া হবে বলে জানা গেছে। ট্রাম্পের ইসরাইলঘেঁষা একপেশে কথিত শান্তি প্রস্তাবে রাজি না হওয়ায় ফিলিস্তিনিদের সব ধরনের অনুদান বন্ধ করে দেওয়া হয়েছিল। ডেইলি সাবাহ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন