শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাবেক প্রধান তথ্য অফিসার হারুন-উর-রসিদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

সাবেক প্রধান তথ্য অফিসার হরুন-উর-রসিদ গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে রেখে গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম হারুন-উর-রসিদ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ওয়্যার করেসপন্ডেন্ট হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার চাকরি বিসিএস তথ্য সার্ভিসে আত্মীকরণ করা হয়। তিনি প্রথমে ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ লাভ করেন। প্রধান তথ্য অফিসার থাকাকালীন তিনি তথ্য অধিদফতরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০১ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তীতে ২০১০ সালে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ প্রদান করে। তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং তথ্য অধিদফতরের সকল কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন