বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লেবানন ফেরতরা কোয়ারেন্টাইনের সিদ্ধান্তে ক্ষুব্ধ, স্বজনদের হট্টগোল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৫:০৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউরোপ ও ১২ দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেই ১২ দেশের তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ লেবাবনও রয়েছে। এই নিষেধাজ্ঞা ৩ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে লেবাবন থেকে দেশে আসেন ২৭৮ জন বাংলাদেশি। তবে রাতে ফ্লাইটটি নামতে দেওয়া হয়নি। পরে দূতাবাসের উদ্যোগে মানবিক বিবেচনায় ফ্লাইটটিকে অবতরণ করতে দেওয়া হয়। তবে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে উঠেন যাত্রীরা। এছাড়া স্বজনরাও শুরু করেন হট্টগোল হৈ চৈ। এসময় যাত্রীর স্বজনরা কোয়ারেন্টাইনবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। অন্যদিকে যাত্রীরাও কোয়ারেন্টিনে যাবেন না বলে চিৎকার শুরু করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন