বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ডি-৮ চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব নিলেন শেখ ফজলে ফাহিম

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:৩৯ পিএম

ডি-৮ চেম্বার অব কমার্সের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। সোমবার (৫ এপ্রিল) ডি-৮ বাণিজ্যিক সম্মেলনে নতুন সভাপতি হিসেবে শেখ ফজলে ফাহিমের নাম ঘোষণা করা হয়।

সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), টার্কিশ ইউনিয়ন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড কমোডিটি একচেঞ্জেস (টব) এবং ডি-৮ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডি-৮ সিসিআই)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় ডি-৮ বাণিজ্যিক সম্মেলন। সম্মেলনটি আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া দশম ডি-৮ সামিটের অংশ হিসেবে সাইডলাইনে আয়োজন করা হয়েছে। আগামী ৮ এপ্রিল শুরু হওয়া সামিটটির মূখ্য বিষয়বস্তু হবে বাণিজ্য, বিনিয়োগ, খনিজ সম্পদ, পর্যটন, আইসিটি, জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু।
এফবিসিসিআই এর তথ্যমতে, ডি-৮ এর মূল লক্ষ্যÑঅর্থনৈতিক সহযোগীতার মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে সদস্য দেশগুলোর অবস্থান উন্নত করা, বাণিজ্যিক সম্পর্কের দ্বারা নতুন সুযোগ সৃষ্টি ও বৈচিত্রময় করে তোলা, আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত-গ্রহণে নিজেদের অংশগ্রহণের হার বৃদ্ধি করা এবং জীবনযাত্রার মান উন্নত করা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন