শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

যত ব্যস্ত থাকি না কেন বছরে অন্তত একটি বই প্রকাশ করতে চেষ্টা করি-হানিফ সংকেত

বই মেলায় সংগত প্রসঙ্গত অসংগত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:২৩ এএম

প্রতিবারের মতো এবারও বইমেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক হানিফ সংকেত-এর বই। বইটির নাম ‘সংগত প্রসঙ্গত অসংগত’। গভীর পর্যবেক্ষণ, রমনীয় বর্ণনা, ক্ষুরধার বুদ্ধিবৃত্তিক বিষয় তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন অসংগতি তুলে ধরে সমাজকে পরিশুদ্ধ করতে হানিফ সংকেত যেমন নিরন্তন কাজ করে যাচ্ছেন তেমনি নাগরিক সচেতনতা, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতেও কার্যকর ভূমিকা রাখছেন। তার এবারের গ্রন্থেও সেই বিষয়গুলিকে প্রাধান্য দেয়া হয়েছে। হানিফ সংকেত বলেন, ‘মিডিয়াতে আমার শুরুটাই লেখালেখি দিয়ে। এ শুরুটা সত্তুর দশকের শুরু থেকে। দর্শকদের ভালোবাসার কারণে ইত্যাদি নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকায় ইচ্ছা থাকা সত্তে¡ও সবসময় লিখতে পারি না। গত ৩৩ বছর ধইে আমাকে একটা সিডিউল মেনে চলতে হচ্ছে। এই সিডিউল আমার হাতে নয়, টিভির হাতে। একটি নির্দিষ্ট তারিখে ইত্যাদি প্রচার হয় বলে আমাকে সেই তারিখের আগে অনুষ্ঠানটি নির্মাণ করে জমা দিতে হয়। তবে যত ব্যস্ত থাকি না কেন মনের ক্ষুধার তাড়নায় চেষ্টা করি সংখ্যায় বেশি না হলেও বছরে অন্তত একটি হলেও বই প্রকাশ করতে।’ ‘সংগত প্রসঙ্গত অসংগত’ বইটি সম্পর্কে হানিফ সংকেত বলেন, আমাদের সমাজ জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে। যার কিছু সংগত, কিছু প্রসঙ্গত, কিছু অসংগত। যা মানুষকে হাসায়-কাঁদায়-ভাবায়, কখনও মানুষের দুশ্চিন্তা বাড়ায়, ক্ষোভ জন্মায়। এ থেকে সংগতভাবে মুক্তি চায় মানুষ। তাই সময় থাকতেই এসব বিষয়ে সংগত কারণে দৃষ্টি দেয়া সংগত। আমাদের বহমান জীবনে সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রসঙ্গ আর্বিভূত হয়। তার মধ্যে গুরুত্বের বিচারে সমসাময়িক প্রসঙ্গকে প্রসঙ্গতই গুরুত্ব দেয়া প্রয়োজন। নানা জটিলতা, কুটিলতার কারণে গতির অভাবে অসঙ্গতির প্রভাবে আমরা সময়ের কাজ সময়ে করি না। মৌসুমী ফলের মতো কিছু কিছু মৌসুমী চরিত্র বিভিন্ন মৌসুমে মৌসুমী কর্মকান্ড নিয়ে হাজির হয় মানুষের কাছে। ধরা পড়া আর না পড়াতে দুর্নীতির গতি ও নীতির দুর্গতি অতিশয় ক্ষতির প্রভাব ফেলে সমাজের সর্বত্র। বাড়তে থাকে অসঙ্গতি, সম্পূর্ণ বিষয়টিই হয়ে যায় অসংগত। এই সংগত প্রসঙ্গত অসংগত বিষয়গুলো নিয়েই ২০২০ সালে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত লেখার সংকলন নিয়ে আমার এই গ্রন্থ রচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি এখন বইমেলায় পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, ইতোপূর্বে বিভিন্ন প্রকাশনী থেকে উপন্যাসসহ বিভিন্ন বিষয়ের উপর হানিফ সংকেতের প্রায় অর্ধ শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন