শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পদ্মায় ট্রলার ডুবি, নড়িয়ায় একজনের লাশ উদ্ধার

নড়িয়া (শরীয়তপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১০:৩৮ পিএম

শরীয়তপুরে ঘূর্ণিঝড়ে পদ্মা নদীতে চারটি বাল্কহেড, একটি ট্রলার ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি পন্টুন ডুবে রবিউল্লাহ ব্যাপারী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে মরদেহ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় হারুন শেখ (৪৫) নামে একজন নিখোঁজ রয়েছেন।

নিহত রবিউল্লাহ ব্যাপারী নড়িয়া উপজেলার পূর্বইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা। অপরদিকে নিখোঁজ হারুন শেখ উপজেলার ইশ্বরকাঠি গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘রোববারের (৪ এপ্রিল) সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পদ্মা নদীতে চারটি বাল্কহেড, একটি ট্রলার ও বিআইডব্লিউটিএর একটি পন্টুন ডুবে যায়। এগুলো উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ হয়। সোমবার রবিউল্লাহ নামের একজনের মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে এবং আর হারুন নিখোঁজ রয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন