বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ঘুষ-দুর্নীতির মামলায় ফের আদালতে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৯:২১ এএম

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মামলায় বিচার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এই মামলায় জালিয়াতি, ঘুষ, দুর্নীতি এবং বিশ্বাস লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হতে হবে এই ইহুদিবাদী নেতাকে। খবর মিডল ইস্ট মনিটরের।
এরই মধ্যে পূর্ব জেরুজালেম অবস্থিত দেশটির কেন্দ্রীয় আদালতে তার বিরুদ্ধে গতকাল সোমবার আনা অভিযোগের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। জালিয়াতি ও ঘুষসহ তিনটি মামলায় আদালত সাক্ষীদের কাছ থেকে সাক্ষ্যগ্রহণ করবেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৪ মে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। তারপরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পুনরায় শুরু হয়েছিল। কিন্তু ইসরায়েলের সাধারণ নির্বাচনের কারণে সেটি কিছুদিনের জন্য স্থগিত ছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন