শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাউনের দ্বিতীয় দিন: শেরপুরে ৪ জনকে জরিমানা

শেরপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৩:০৭ পিএম

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে শেরপুরের নকলায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৬ এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই শহরের দোকানপাট খোলা ছিল। পরে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তরিঘরি করে দোকানপাট বন্ধ করা শুরু করে। তবে রাস্তায় কোন বাস চলাচল চোখে পড়েনি। শহরে অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। মাঠে প্রশাসনের কোন তৎপরতা ছিল কঠোর। এছাড়া নিমার্ণকাজ চালু থাকায় শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। জরুরী সেবাসমূহের দোকানপাট খোলা ও যান চলাচল করেছে। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা রয়েছে। দোকানপাট খোলা রাখায় ২ দোকানদারকে ও মাস্ক না পড়ায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, ওসি মো. মুশফিকুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন