মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় সূর্যমুখীর হাসি!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৪:২৩ পিএম

কুমিল্লার বিভিন্ন এলাকায় মাঠে দুলছে লাখো সূর্যমুখী ফুল। সূর্যমুখীর ভালো ফলনে কৃষকের মুখ জুড়ে দেখা যাচ্ছে হলদে হাসি। সূর্যমুখী ফুলে দৃষ্টিনন্দন এমন ফসলের মাঠ চোখে পড়বে কুমিল্লার সদর দক্ষিণ, লালমাই, তিতাস, হোমনা, দেবিদ্বার, চান্দিনাসহ বিভিন্ন উপজেলায়।এই নতুন ফসল থেকে ভালো লাভ পাবেন বলে তাদের আশা।
চান্দিনার পাশে নবীয়াবাদে সূর্যমুখীর জমি দেখতে আসা দর্শনার্থী কামরুল হাসান জানান, সূর্যমুখীর জমিকে ঘিরে চিত্ত বিনোদনের কিছুটা সুযোগ সৃষ্টি হয়েছে। তাই আমরা এই দৃশ্য দেখতে এসেছি।তিনি বলেন, সূর্যমুখী খেত দেখার জন্য দূর-দূরান্ত থেকে ভিড় করছেন অনেকেই। এখানে চটপটি, বাদাম, চা’সহ নানা খাবারের পসরা নিয়ে বসেন হকাররা। জমি এখন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শহীদুল হক গণমাধ্যমকে জানান, কুমিল্লায় ১২৪ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে।এবার অন্যবারের তুলনায় ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।তবে অতি উৎসাহী লোকজন জমিতে প্রবেশ করে ছবি তুলতে গিয়ে ফসল নষ্ট করে বা কেউ ফুল ছিঁড়ে নিয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন