শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নোয়াখালীর সোনাইমুড়ীতে ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ৫:৪১ পিএম

সোনাইমুড়ীতে লকডাউন বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ী ও কমর্চারীরা।

মঙ্গলবার দুপুরে সোনাইমুড়ী বাজার এলাকায় ২ শতাধিক দোকান মালিক ও কর্মচারী বিক্ষোভ সমাবেশ করে। লকডাউনে দোকানপাট ও শপিংমল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে তারা এই বিক্ষোভ করে।

এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেয়, ‘লকডাউন মানি না, মানব না’, ‘স্বাস্থ্যবিধি মানব, দোকানপাট খুলব’।

ব্যবসায়ীরা ফয়সাল জানান, গত বছরের লকডাউনে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার ঈদের আগে লকডাউন থাকলে তাদের ব্যবসায় ধস নামবে। তাদের কথা, ‘সবই চলছে। সবাই রাস্তায়। তাহলে আমরা কেন লকডাউনের শিকার হব? শুধু আমাদের ওপর নিষেধাজ্ঞা কেন?’ ব্যবসায়ীরা বলছেন, সারা বছর ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যবসার পরিকল্পনা করেন। এ সময়ই সবচেয়ে বেশী বিক্রি হয়।
সোনাইমুড়ী থানার ওসি মো.গিয়াস উদ্দিন জানান, সোনাইমুড়ী বাজার এলাকায় ব্যবসায়ীদের লকডাউন বিরোধী বিক্ষোভ সম্পর্কে তিনি কিছ্ ুজানেন না।

উল্লেখ্য, এর আগে লকডাউনের প্রথম দিনে গতকাল সোমবার জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা লকডাউন বিরোধী বিক্ষোভ সমাবেশ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন