বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সাধারণ মানুষকে সচেতন করতে শিল্পীদের ভূমিকা রাখতে হবে-সুইটি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বেশ সরব থাকেন অভিনেত্রী তানভীন সুইটি। সোশ্যাল মিডিয়ায় নানা রকম সচেতনতার পোস্ট দিয়ে সবাইকে সচেতন করেন। করোনার এ সময়েও তিনি তার এই কর্মকান্ড অব্যাহত রেখেছেন। সুইটি বলেন্য, শিল্পী হিসেবে আমাদেরও সামাজিক দায়িত্ব ও কর্তব্য আছে। সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের ভূমিকা রাখতে হবে। এ সময়ে জনসচেতনতা সৃষ্টি না হলে করোনার বিপর্যয় ঘটবে। আমাদের মনে রাখা প্রয়োজন, বেঁচে থাকলে আমরা কাজ করতে পারবো। সুইটি এখন আর আগের মতো অভিনয়ে নিয়মিত নন। পছন্দের গল্প ও চরিত্র পেলে কাজ করেন। বাংলাদেশ টেলিভিশনের পিছুটান নামে একটি ধারাবাহিকে এখন অভিনয় করছেন। এটির নির্মাতা অভিনেতা জাহিদ হাসান। সুইটি বলেন, বাংলাদেশ টেলিভিশনের নিজস্বতা আছে। তাদের কাজের ধরণ অন্য রকম। এই নাটকের নির্মাতা জাহিদ হাসান। তিনি অভিনয়ের বাইরে দারুণ নির্মাণ করেন। তাই এই নাটকে অভিনয় করছি। এদিকে টিভি নাটকের বাইরে প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন সুইটি। অভিনয়ের বাইরে সুইটি রাজনীতিতে সক্রিয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন