বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরের চাঁদাবাজির মামলায় আবদুল হামিদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাদিপুর গ্রামের আব্দুল হামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। অভিযুক্ত আব্দুল হামিদের বিরুদ্ধে সিলেট আদালতে সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন দক্ষিণ সুরমা উপজেলার নাজিরেরগাঁও গ্রামের মৃত হাজি জহুর আলীর পুত্র আব্দুল হান্নান। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় তাকে আটক করে গত বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন