মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গ্রেনেড-মেশিনগান নিয়ে হামলা ১৮৪৪ বন্দির পলায়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

নাইজেরিয়ার একটি কারাগারে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণের পর সেখান থেকে প্রায় দুই হাজার বন্দি পালিয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটির দক্ষিণ-পূর্ব দিকের ওয়েরির ওই জেলে ঢোকার জন্য আক্রমণকারীরা কারাগারের প্রশাসনিক ভবনে বিস্ফোরণ ঘটায় বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। দু’হাজারের মতো বন্দি পালিয়ে গেলেও ৬ জন ফিরে আসে এবং ৩৫ বন্দি পালাতে অস্বীকৃতি জানায়। নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বিয়াফ্রার আদিবাসী জনগণকে এই হামলার জন্য দায়ী করেছে পুলিশ। যদিও তারা এতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। নাইজেরিয়ার জেল বিভাগ ইমো রাজ্যের কারাগার থেকে ১৮৪৪ জন বন্দি পালানোর খবর নিশ্চিত করেছে। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন