শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লকডাউন লঙ্ঘনের শাস্তিতে মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফিলিপাইনের ক্যাভিটে প্রদেশে কঠোর লকডাউন চলছে। এর মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি লকডাউনের কোয়ারেন্টাইন শর্ত ভেঙে বাইরে বের হন। এই অপরাধে পুলিশ তাকে দৈহিক শাস্তি দেয়। শাস্তি হিসেবে তাকে ৩০০ বার স্কোয়াটের মতো শরীর চর্চা করতে বাধ্য করে পুলিশ। আর এই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের বরাতে দ্যা গার্ডিয়ান এমন খবর প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানানো হয়। তবে, ট্রিয়াস শহরের পুলিশপ্রধান মারলো সোলেরো বলেন, কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনো শারীরিক শাস্তি দেওয়া হয় না। পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে- এমন অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। গার্ডিয়ান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন