শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাটহাজারীতে সন্ধ্যার পরে বসে মাদকের হাট

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
হাটহাজারীতে পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে মাদকের বেচা কেনা জমজমাট উপজেলার প্রতিটি এলাকায়। কোরবানির পশুর হাটের মত সন্ধ্যার পর বিভিন্ন স্থানে বসছে মাদকে হাট। আগাম মজুত করতে শুরু করেছে মাদক ব্যবসায়ীরা। এজন্য পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি হতে প্রতিদিন সন্ধ্যার পর হাটহাজারীতে বিভিন্ন রুটে ঢুকছে মাদকের চালান। মাদক ব্যবসায়ীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজনকে টু পাইস দিয়ে জমজমাট ভাবে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। এতে মাদক চোরাচালানকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ঈদকে ঘিরে মাদকে মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। মাদক কিনলে ক্রেতারা পাচ্ছে বুনা মংসের অফার। ১০০ লিটার মাদক ক্রয় করলে ১ কেজি বুনা মাংসের অফার দিয়েছে বলে জানা গেছে। হাটহাজারী উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবাসায়ীর সিন্ডিকেট সদস্যরা বর্তমানে মাদক ব্যবসা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে। এই সদস্যরা মানছে না মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোন আইন, তোয়াক্কা করছে না পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে। কোনভাবে এই মাদক ব্যবসায়ীকে রুখতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদক নির্মূল করতে এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে দাবী জানিয়ে আসছে। হাটহাজারী উপজেলার পৌরসভার কলেজ গেইট, রঙ্গিপাড়া, শায়েস্তা খাঁ পাড়া, মেখল, আলিপুর, পূর্বদেওয়ান নগর এলাকা, পৌরসভার ১নং ওয়ার্ডের সন্দিপ পাড়া, মীরের হাট, চারিয়া, ফটিকা কামাল পাড়া, এসার মাইল, সুবেদার পুকুর পাড়, দক্ষিণ মেখল, গড়দুয়ারা, ফতেপুর, চৌধুরী হাট, ঠান্ডাছড়ি, নাজির হাট নতুন ব্রিজ, মনিয়া পুকুর পাড়, আমান বাজার, বড়দিঘীর পাড় এর আশ পাশের এলাকা, ফতেয়াবাদের পশ্চিমে ১নং পাহাড়তলী, বরিশাল কলোনি, সন্দিপ কলোনি, মীরের হাটের পশ্চিমে আদর্শ গ্রাম, গুচ্চ গ্রাম, হাটহাজারী পৌসভার কার্যলয়ের আশে পাশে এলাকাসহ আরো বিভিন্ন এলাকায় এসব মাদক পার্বত্য জেলার রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে মাদক চোরা চালানের নিরাপদ সড়ক দিয়ে এসব মাদক বিভিন্ন স্পটে পাচার হচ্ছে। তবে বিগত কয়েক দিনে মডেল থানা পুলিশ বেশ কয়েক জন মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করেছে বলে জানা যায়। আটককৃতরা জামিনে এসে ঈদ মৌসুমকে সামনে রেখে আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাটাজারী শাখার কার্যালয়ে গেলে তাদের পাওয়া যায়নি এবং অনেক চেষ্টার পরও তাদের বক্তব্য জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন