বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুয়েজ খাল প্রস্থকরণ পরিকল্পনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

সুয়েজ খালের প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে মিসর। সম্প্রতি এভার গিভেন নামের কন্টেইনার শিপ খালের যে অংশে আটকে গিয়েছিল সেখানেই আরো প্রশস্ত করা হবে। মঙ্গলবার সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি এ পরিকল্পনার কথা জানিয়েছেন। একইসাথে এখানে মোতায়েন করা হবে এমন সব ক্রেন যা ২৫০ মিটার উঁচু থেকেও মাল খালাস করতে পারে। রয়টার্সকে ওসামা রাবি বলেন, আমাদের পদ্ধতিতে কোনো সমস্যা নেই তবে আমরা সেবার মান উন্নয়নের চেষ্টা করছি। এর আগে গত ২৩শে মার্চ বাতাসের অধিক গতির কারণে এভার গিভেন সুয়েজ খালে আড়াআড়ি আটকে গিয়েছিল। এটি প্রায় ৪০০ মিটার লম্বা। অপরদিকে খালের দক্ষিণাংশে সুয়েজ খাল মাত্র ২০০ মিটার প্রশস্ত। টানা ৬ দিন সুয়েজ খাল বন্ধ ছিল এই একটি দুর্ঘটনার কারণে। শত শত বাণিজ্যিক জাহাজ আটকে ছিল খালের দুইপাশে। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে যাতে এতোবড় জাহাজ চলাচলে এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা না ঘটে সেটি নিশ্চিত করা হবে। বৃদ্ধি করা হবে উদ্ধার সক্ষমতাও। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন