বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় ৩দিন ধরে লকডাউনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ৯:১৯ পিএম

বগুড়ায় লক ডাউন শুরুর পর থেকে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে দোকান খুলে দেয়ার দাবীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে। বিক্ষোভে শহরের নিউ মার্কেট,শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট, টিএমএসএস মোবাইল মার্কেট, আল আমিন শপিং সেন্টার, রানার প্লাজার ব্যবসায়ীরা অংশগ্রহণ করছে।

অন্যান্য দিনের মত বুধবার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাত-মাথায় অনুষ্ঠিত মানব-বন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা শামী সরকার, শিবলু আলী সরদার, সিরাজুল ইসলাম রতন, শাহীন মন্ডল, মামুন হোসেন, রেজাউল করিম, সোহেল, আব্দুর রশিদ, শেখর, লুৎফর রহমান, শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নাই। তারা স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত দোকান খুলে দেয়ার দাবী জানান।

এছাড়া রেলওয়ে আদর্শ হকার্স মার্কেট ও শাপলা সুপার মার্কেটের ব্যবসায়ীরাও এই দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম আব্দুল হামিদ, আবুল হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন