শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোরে আ’লীগ-যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক আতিকুর রহমান মৃধা ও অধ্যাপক শরিফুল ইসলাম মিঠুর নেতৃত্বে ১০জন কলেজ শিক্ষকসহ আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের অর্ধ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করেছে। এ উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর গুলশান প্রপার্টি হাউসে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় স্বণির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক মন্ত্রী অ্যাড এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আজ একদলীয় শাসন চলছে। জাতি এই নব্য বাকশালী জালেম সরকারের একদলীয় শাসন থেকে বাঁচতে চাই। বিনা ভোটে নির্বাচিত এ সরকারের দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি চায়। দেশ বাঁচাতে বিএনপি’র নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। বনপাড়া পৌর বিএনপি’র আহŸায়ক অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে অরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তালুকদার ডালিম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ সোহেল, বিএনপি নেতা লিয়াকত আলী আলম, বনপাড়া পৌর বিএনপি’র মফিজুর রহমান মৃধা আতিকুর রহমান চৌধুরী বেলাল, ছাত্রদল নেতা সামশুল ইসলাম রনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন