বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

হেফাজতে ইসলামের কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

অরাজনৈতিক সংগঠন দাবি করলেও হেফাজতের কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়্যদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেছেন, হেফাজত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি এর পেছনে কলকাঠি নাড়া জামায়াতের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান।

গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, হেফাজত-জামায়াতিরা দেশে শান্তি-স্থিতিশীলতার জন্য বড় হুমকি স্বরূপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে তারা দেশে নৈরাজ্য ও সহিংস পরিবেশ তৈরি করেছে। তাদের হীনস্বার্থের বলি হয়েছে নিরীহ ২০টি তাজা প্রাণ। তিনি বলেন, গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদি ভারতে হাজার হাজার মুসলমানদের ওপর অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তার জন্য আমরা আগেও মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানিয়েছি। এখনো এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়ে হয় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Monjur Rashed ৮ এপ্রিল, ২০২১, ১১:৫২ এএম says : 0
True realization
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন