ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কয়েদিও মৃত্যু হয়েছে। তার নাম রফিকুল ইসলাম (৬০)। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কারারক্ষী মো. রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তার কয়েদি নম্বর ৯৯৭৩/এ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি হিসেবে ছিলো তিনি। বুধবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন