বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির সেই ঘাতক কোস্টার জাহাজ আটক

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৩:৪০ পিএম

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় দায়ী ঘাতক এসকেএল-থ্রি (এম ০১২৬১৩) কোস্টার জাহাজটি মুন্সিগঞ্জে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
জানা গেছে,গজারিয়ায় জাহাজটি কোস্টগার্ডের হেফাজতে রয়েছে, জাহাজের ১৪ জন স্টাফকে আটক করা হয়েছে। বিকেল নাগাদ নারায়ণগঞ্জ নৌ পুলিশের কাছে জাহাজটি হস্তান্তর করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত রােববার (৪ এপ্রিল) সন্ধ্যা ৫ টা ৫৬ মিনিটে সাবিত আল হাসান বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়ার মাত্র ১৫ মিনিটের মাথায় নির্মাণাধীন শীতলক্ষ্যা তৃতীয় সেতু (চায়না ব্রীজ) ৬টা ১০মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি।
এ দুর্ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী এসকেএল-থ্রি (এম ০১২৬১৩) নামের একটি কোষ্টার জাহাজ পেছন থেকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী জাহাজটিকে ২০০ মিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে এতাে বড় দুর্ঘটনার জন্য ভ্রুক্ষেপ করেননি জাহাজটির চালকরা। বেপরােয়া গতিতে পালিয়ে যায় কার্গোটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন