শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী হ্যান্ডবলে সেরা আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৮:৩৩ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী হ্যান্ডবলে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। বৃহস্পতিবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আনসার ৪২-২০ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয়। প্রথমার্ধে বিজয়ীরা ২২-৭ গোলে এগিয়ে ছিলো। ২০১৩ বাংলাদেশ গেমস হ্যান্ডবলে স্বর্ণজয়ী আনসারের খাদিজা আক্তার এবারের ফাইনালে সর্বোচ্চ ৮ গোল করেন। পুলিশের ২০ গোলের মধ্যে রুবিনা বেগম একাই করেন ১০ গোল।

একই ভেন্যুতে স্থান নির্ধারণী ম্যাচে নওগাঁ ২৬-১৬ গোলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ব্রোঞ্জপদক পায়। খেলা শেষে বিজয়ীদের পদক তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন