শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পশ্চিমবঙ্গের বিজেপি প্রধানের গাড়িবহরে হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ৮:৩৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের শীতলকুচিতে বিধানসভার নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথে রাজ্যের বিজেপি প্রধান দিলীপ ঘোষের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিজেপি সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। সেখানে বোমা ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে বিজেপি।

হামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমার ওপর এই ধরনের হামলা অনেকবার হয়েছে। কিন্তু নির্বাচনী বিধি চালু হওয়ার পর এই প্রথম এ ধরনের হামলা হল। দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ যেন তালিবানি শাসন চলছে।’

বিজেপি প্রধান আরো বলেন, আমার সভা শেষ হওয়ার পর যখন আমরা ফিরছি তখন মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে অনেক তৃণমূল সমর্থক ফিরছিল। সেই সময় তৃণমূল সমর্থকদের তরফে স্লোগান দেওয়া হয়। পাল্টা স্লোগান দেয় আমাদের কর্মীরা। আমি সবাইকে শান্ত থাকতে বলি। এছাড়া পুলিশের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন