বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার মুখের ত্বকে ও ঠোঁটে ত্বক দুধের মতো সাদা দাগ হয়েছে। এতে আমি বাসা থেকে বের হতে লজ্জা পাই। আমি কি এ থেকে মুক্তি পাব না?
-রূপা। আদমজী। নারায়ণগঞ্জ।

উত্তর : আপনার ত্বকের রোগটির নাম শ্বেতী। ইংরেজিতে বলা হয়-ভিটিলিগো। বর্তমানে আধুনিক কসমেটিক সার্জারি ‘মিনি-পাঞ্চ গ্রাফটিং’-এর মাধ্যমে মাত্র ০১ সেশন চিকিৎসায় সমস্যাটি নির্র্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪৩। বর্তমানে আমি স্ত্রী সহবাসে সম্পূর্ণ অক্ষম। লিঙ্গের উত্থান হচ্ছে না এবং দ্রুত বীর্যস্খলন হয়ে যায়। এতে আমাদের দাম্পত্য কলহ শুরু হয়েছে।
মনির। আদাবর। ঢাকা

উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। আপনাদের দেহের সেক্স- হরমোনের ভারসাম্য পরীক্ষা করে সমস্যাটি স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩১। বাবা-মা বিয়ের জন্য কনে খুঁজছেন। কিন্তু আমি এ মুহূর্তে বিয়ের জন্য অপ্রস্তুত। কারণ, আমার মাথায় টাক হয়েছে এবং চিকিৎসা করতে হবে। প্লিজ, আমাকে সমাধান দিন।
রফিক। ছাগলনাইয়া। ফেনী।

উত্তর : টাক এখন কোনো সমস্যাই নয়। আধুনিক বৈজ্ঞানিক ‘পিআরপি থেরাপির’ মাধ্যমে টাক নির্মূল করা সম্ভব। এতে কোনো পার্শ্বক্রিয়া নেই।

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৩। বেশ কিছুদিন যাবত আমার পায়ের তলা ফেটে যাচ্ছে। এটি খুবই যন্ত্রণাদায়ক। অনেক ওষুধ খেয়েছি। মোটেই ভালো হচ্ছে না।
হাবিবা। শনিরআখরা। ঢাকা।

উত্তর : বর্তমানে চিকিৎসায় পায়ের ফাটা কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সিতারা বেগম ১০ এপ্রিল, ২০২১, ৮:৫৬ এএম says : 0
আমি অবিবাহিত। আমার ঠোতে, মারিতে,ঘা হয়েছে।ছোটো ছোটো ফুসকুড়ি,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন