বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামের অবৈধ ইটভাটা উচ্ছেদে আইনি বাধা নেই

হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার কোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০২১, ১২:০৬ এএম

চট্টগ্রামের অবৈধ ইটভাটা ৪৫ দিনের মধ্যে উচ্ছেদ না করার পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। গতকাল বৃহস্পতিবার চেম্বার জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকীর এ আদেশ দেন। এর ফলে ইটভাটাগুলো উচ্ছেদে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন মূল রিটের কৌঁসুলি মনজিল মোরসেদ। আদেশের বিষয়ে তিনি বলেন, বিচারপতি মো. মজিবর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ গত বছর ১৪ ডিসেম্বর চট্টগ্রামে অবৈধভাবে পরিচালিত সব ইটভাটা বন্ধের নির্দেশ দেন। এ আদেশের বিরুদ্ধে একাধিক আপিল দায়ের করা হয়। শুনানি শেষে চেম্বার জজ কোর্ট কোনো স্থগিতাদেশ দেননি। পরে উচ্ছেদ আদেশ সম্পূর্ণভাবে পালিত না হওয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের ওপর হাইকোর্ট আদালত অবমাননার রুল জারি করেন। এর মধ্যে চট্টগ্রামের কয়েকজন ইটভাটা মালিক তথ্য গোপন করে পুনরায় অপর একটি আদালতে একাধিক রিট করে উচ্ছেদ প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান। তাদের আবেদনের শুনানি শেষে গত ২২ মার্চ বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের ডিভিশন বেঞ্চ ৪৫ দিনের সময় মঞ্জুর করেন। এর মধ্যে উচ্ছেদ না করার নির্দেশ দেন।

হাইকোর্টের এই স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের পক্ষে আবেদন দায়ের করা হয়। গতকাল আবেদনের শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এ আদেশের ফলে ইটভাটাগুলো উচ্ছেদে আর কোনো বাধা নেই। ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি) অবৈধ ইটভাটা উচ্ছেদে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন