বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জুডো ও উশুর সেরা আনসার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের জুডো ডিসিপ্লিনের খেলা গতকাল শেষ হয়েছে। এদিন মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে ৩টি ওজন শ্রেণীর ফাইনাল অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগে সর্বোচ্চ ৫টি স্বর্ণপদকসহ ৯টি পদক জিতে তালিকায় শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ আনসার। কাল পুরুষ অনূর্ধ্ব-৭৩ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জয় করেন আনসারের নাদিম মোস্তফা। বিকেএসপির আনিসুর রহমান আকাশ রৌপ্যপদক জেতে। যৌথভাবে ব্রোঞ্জপদক পান জয়পুরহাটের নওশের আলী ও বাংলাদেশ সেনাবাহিনীর লিটন রায়।
পুরুষ ঊর্ধ্ব-৭৩ কেজিতে স্বর্ণপদক জিতে নেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মো. আবুল কালাম আজাদ। বিকেএসপির মাধব মোহন্ত জেতেন রুপা। যৌথভাবে ব্রোঞ্জপদক জয় করেন আনসারের মিজানুর রহমান ও ভিডিপির মো. আবু নাঈম। মহিলা ঊর্ধ্ব-৫৭ কেজিতে স্বর্ণপদক জিতে নেন সেনাবাহিনীর তাহমিনা আক্তার লোপা। আনসারের কাদের ফাহি জেতেন রৌপ্য এবং যৌথভাবে ব্রোঞ্জপদক জেতেন বিকেএসপির অবনিকা হাসান ও ভিডিপির নুসাং প্রু মারমা।

উশু
উশু ডিসিপ্লিনেও সেরা হয়েছে বাংলাদেশ আনসার। কাল সাভারের বিকেএসপিতে শেষ হওয়া এই ডিসিপ্লিনে ১৬টি স্বর্ণ ও একটি রুপা জিতেছে তারা। ১২টি স্বর্ণ, তিনটি রুপা ও ২টি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২টি স্বর্ণ, তিন রৌপ্য ও ২টি ব্রোঞ্জপদক জিতে তৃতীয় হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন