শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিংড়ায় বাচ্চু ঘটকের ছুরিকাঘাতে ব্যবসায়ি খুন

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২১, ৬:০৭ পিএম

নাটোরের সিংড়ায় তরমুজ ক্রেতার ছুরিকাঘাতে ব্যবসায়ি খুন। অপরদিকে পৃথক দুটি অগ্নিকান্ডে ৪টি পরিবার সর্বশান্ত হয়ে গেছেন। ক্রেতার ছুরিকাঘাতে ব্যবসায়ি খুনের ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে সিংড়া পুলিশ।

শুক্রবার (৯এপ্রিল) দুপুরে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করা নিয়ে তর্কবিতর্কে ক্রেতার ছুরিকাঘাতে জিল্লুর প্রামানিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত জিল্লুর প্রামানিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিল জিল্লুর। এসময় তরমুজ কিনতে দোকানে যায় ক্রেতা বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানী জিল্লুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বাচ্চু ঘটক জিল্লুরের দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিল্লুরের শরীরে আঘাত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিল্লুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন