মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নিষিদ্ধ সময়ে জাটকা আহরন- কমলনগরে ৩৬ জেলে আটক

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:৫৩ পিএম

নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে জাটকাসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে মেঘনার কাদিরপণ্ডিতের হাট এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।

এসময় জেলেদের কাছ থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়। আটক জেলেরা কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ২৭ জন প্রাপ্তবয়স্ক এবং নয়জন অপ্রাপ্তবয়স্ক।

কোস্টগার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার মো. মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড শনিবার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় জাটকাসক বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ ও ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ ৩৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পাশাপাশি জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন