মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন আটক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বুড়িচং উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ষোলনল ইউনিয়নের রামনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে। তাদের সহযোগী বাকী ৭/৮ জন এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। বুড়িচং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার বড়–য়া জানান, গত ৭ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিট সময়ে বুড়িচং থানার এসআই আ. হক ও নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ডিউটি পালনকালীন সময়ে মান্নান মার্কেট সংলগ্ন বাগানে অস্ত্রসহ ডাকাতদের উপস্থিতি লক্ষ্য করে এ সময় তারা ধাওয়া করে ৩ জন ডাকাতকে আটক করে। তাদের সহযোগী বাকী ৭/৮ জন এ সময় দ্রæত পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে ৩টি ছুরি, তালা ভাঙার অত্যাধুনিক ২টি রেঞ্জ, ২টি সুচালু লোহার রড উদ্ধার করা হয়। আটককৃতরা হলো কুমিল্লার চৌদ্দগ্রামের মো. মোশারফ হোসেন (৩০), কুমিল্লার দেবিদ্বারের মো. আলম (৪০) ও বুড়িচং উপজেলার মো. ইমন (২৫)।
এদিকে, বুড়িচং থানার এসআই আ. হক গতকাল সকালে উপজেলার কংশনগর এলাকায় গোমতী ব্রিজ সংলগ্ন স্থানে স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আক্তার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। সে কুমিল্লার বি-পাড়া উপজেলার পূর্বপাড়া গ্রামের মো. সুরুজ মিয়ার ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন