শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লকডাউনকে উপেক্ষা করে দিনাজপুরে বাস চলাচল শুরু

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৫:২৮ পিএম

৭ম দিনে দিনাজপুর অঞ্চলে প্রথম দফার লকডাউন পুরোপুরি ভেঙ্গে পড়েছে। সরকারী সিদ্ধান্ত না হলেও রবিবার থেকে মালিক ও শ্রমিকেরা দিনাজপুর থেকে আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু করে দিয়েছে। কোন প্রকার স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বাস চলাচল শুরু হওয়ায় শহরে জনসমাগমও বেড়ে গেছে।
সরকারের ১৩ তারিখ পর্যন্ত লকডাউনের আওতায় যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার নির্দেশনা থাকলেও প্রকাশ্যেই টিকেট বিক্রি করে যাত্রী পরিবহন করতে দেখা গেছে। সাংবাদিক দেখলেই কেউ কেউ মাস্ক পড়ছে আবার অনেকের মধ্যেই এ ব্যাপারে কোন মাথা ব্যথা নেই।
রবিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে গিয়ে স্বাভাবিকভাবে বাস চলাচলের দৃশ্য দেখা গেল। এ ব্যাপারে বাস ড্রাইভার ও শ্রমিকেরা জানালো সবই চলছে তাই আমরাও সীমিত আকারে বাস চালাচ্ছি। যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে বাসে উঠছে। এ ব্যাপারে পুলিশ বা জেলা প্রশাসনের কোন তদারকি চোখে পড়েনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন