বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাগলনাইয়ায় টাস্কফোর্সের অভিযান বৈদেশিক মুদ্রাসহ মালামাল উদ্ধার আটক ৩

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ৭:৩৯ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের প্রাণকেন্দ্র জমাদার বাজার থেকে টাস্কফোর্সের অভিযানে জনি ষ্টোর ও দুবাই কালেকশন নামক দুই প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রা সহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) দুপুর ২ টা থেকে প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠান থেকে এই সব মালামাল উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে অংশগ্রহণ করে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এসময় দুটি প্রতিষ্ঠান থেকে অভিযান চালিয়ে ১৪ টি দেশের বৈদেশিক মুদ্রা ও ভারত সহ অন্যন্য দেশের মালামাল জব্দ করা হয়। বৈদেশিক মুদ্রা ও অবৈধ মালামাল রাখার দায়ে জনি ষ্টোরের মালিক তাজুল ইসলাম (৫২), ছেলে জাহেদুল ইসলাম (৩২) ও দুবাই কালেকশন'র মালিক সাইদুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। এসময় আরো উপস্থিত ছিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট শাহীন আলম, বিজিবি ফেনী জেলা ব্যাটেলিয়ন উপ অধিনায়ক মেজর মোঃ সেলিমুদৌজ্জা সেলিম, ছাগলনাইয়া থানা এসআই মোঃ সেলিম সহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। মেজর সেলিমুদৌজ্জা সেলিম গণমাধ্যমকে জানান, জনি স্টোর ও দুবাই কালেকশন থেকে অভিযান চালিয়ে ১৪ টি দেশের বৈদেশিক মুদ্রা ও অবৈধ মালামাল জব্দ সহ তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন