বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পটুয়াখালীতে এক গাছে ২৯টি নাইট কুইন

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

পটুয়াখালীর জেলা ও দায়রা জজ রোখসানা পারভীনের সরকারি বাসভবনে গত রাতে একটি নাইট কুইন গাছে ২৯টি ফুল ফুটেছে। জেলা জজের সরকারি বাসভবনে রাত ১১টা থেকে ফুলগুলো ফুটতে শুরু করে রাত সোয়া ১২টার মধ্যে সব ফুল ফুটে যায়। জেলা ও দায়রা জজ রোখসানা পারভীন জানান, ২১ মাস আগে বরগুনা থেকে তার এক বড়বোন এই নাইট কুইন ফুল গাছটি উপহার হিসেবে দিয়েছিলেন। তার বাসা এবং অফিসে রেনলিলি, কাঠগোলাপ, ডে-লিলি, নীলমুনি, প্রেট্রোলিয়া, এ্যাডিমাস, ক্যাকটাস, অর্কিড, লিলিয়াম, পদ্ম, জবাসহ দেশি বিদেশী বিভিন্ন প্রজাতির সহস্রাধিক গাছ রয়েছে। শখের বশে এই বাগান করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, গতবছর ডিসেম্বর মাসে তার অন্য একটি নাইট কুইন গাছে ৫৬টি ফুল ফুটেছিল। তিনি বিচারকের দায়িত্ব পালন শেষে অবসর সময়ে নিজেই এ ফুল বাগানের পরিচর্যা করেন। তিনি স্কুল জীবন থেকেই বই পড়তে ও ফুল বাগান করতে ভালোবাসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন