বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আরবের প্রথম যে নারী যাচ্ছেন মহাকাশে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ১০:০৩ এএম

সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো কোনো আরব নারীকে মহাকাশচারী হিসেবে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটি অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে বেশ জোরেশোরেই মহাকাশ দৌড়ে নেমেছে।

জানা গেছে, ওই আরব নারীর বয়স ২৭ বছর। তার নাম নোরা আল-মাতরুশি। বর্তমানে আবু ধাবির জাতীয় তেল কোম্পানিতে কাজ করছেন তিনি।

যুক্তরাষ্ট্রে ২০২১ সালের নাসা মহাকাশচারী কোর্সে যুক্ত হচ্ছেন নোরা আল-মাতরুশি। সংযুক্ত আরব আমিরাত এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়নের চেষ্টা করছে। এর ফলে তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে পারবে মধ্যপ্রাচ্যের দেশটি।

গেলো ফেব্রুয়ারি মাসে আমিরাতের পাঠানো মহাকাশযান মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাতে পেরেছে।

বলে রাখা ভালো, এটিই আরব বিশ্বের কোনো রাষ্ট্রের অন্য কোনো গ্রহে প্রথম অভিযান। ২০২৪ সালের মধ্যেই চন্দ্রাভিযান পরিচালনা করবে আরব আমিরাত। ২১১৭ সালের মধ্যেই চাঁদে মানব বসতি স্থাপনের টার্গেট গ্রহণ করেছে দেশটি।

সূত্র: রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন