বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৩ ও ১৪ এপ্রিল কুয়ালালামপুর ও রিয়াদ ফ্লাইটের সময় পরিবর্তন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৬:০৩ পিএম

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ থেকে সব যাত্রীবাহী বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ১৩ এপ্রিলের কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও ১৪ এপ্রিলের ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নতুন সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন সময় অনুযায়ী, ঢাকা-কুয়ালালামপুর বিজি০৮৬ ফ্লাইট ১৩ এপ্রিল দুপুর ২টায় ঢাকা থেকে ছেড়ে যাবে।

কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ ফ্লাইট ১৩ এপ্রিল রাত ৯টায় কুয়ালালামপুর থেকে ছাড়বে।

ঢাকা-রিয়াদ বিজি ৪০৩৯এ ফ্লাইট ১৩ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।

এসব ফ্লাইটের যাত্রীদের নতুন সময়সূচী অনুযায়ী অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nurul Amin ১২ এপ্রিল, ২০২১, ৭:০২ পিএম says : 0
I am requesting to GOVERNMENT don’t stop international FLIGHT (KEEP RUNNING). Because who is on vacation and those peoples has FLIGHT on from 14-04-2021 to 20-04-2021. How he will come back to SAUDIA ARABIA and others countries. Who will responsible their VISA, if is expire during this period. Kindly think before stopping. Thanks, and Best Regards. Engr. Nurul Amin.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন