শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে করোনায় মৃত্যু আরো ২, আক্রান্ত ১৪২, সুস্থ ১৩৬ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৬:০৬ পিএম

সিলেট বিভাগে করোনায় প্রাণ গেছে আরো ২ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনা সনাক্ত হয়েছে ১৪২ জন। এরমধ্যে ৯৫ জনই সিলেটের। সুস্থ হয়েছেন ১৩৬ জন।

আজ সোমবার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনের তথ্যে জানা গেছে, ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে ১৪২ জনের।

এরমধ্যে সিলেট ৯৫ , হবিগঞ্জের ৪ , মৌলভীবাজারে ১৪ ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৭ জন। নতুন এই ১৪২ জন সহ বিভাগে করোনা করোনায় আক্রান্ত প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১৮ জনে। এর মধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩৩ , হবিগঞ্জে ২ হাজার ১৫১ ও মৌলভীবাজারে ২ হাজার ১৬২ জনের।

এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন সিলেট ৯৭ , হবিগঞ্জে ৩০ ও মৌলভীবাজারে ৯ জন। এ নিয়ে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন সিলেট ১০ হাজার ৬৩৮, সুনামগঞ্জে ২ হাজার ৫৫২, হবিগঞ্জে ১ হাজার ৭৫১ ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন। এরমধ্যে সিলেট ২১৪ , হবিগঞ্জে ১০ ও মৌলভীবাজারে ৬ জন। গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০৩ জন। এর মধ্যে রয়েছেন সিলেট ২৩৪ , সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৮ ও মৌলভীবাজারের ২৫ জন ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন