শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলিমদের পিছিয়ে রেখেছে উ. প্রদেশ সরকার

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ওয়াইসির অভিযোগ
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে আসন্ন নির্বাচনে ১০ থেকে ১৫টি আসন পেলেই মুসলিমদের সম্পর্কে গত ৭০ বছরের হিসাব নেয়া হবে বলে মন্তব্য করলেন মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। গত বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুরাদাবাদে গভর্নমেন্ট ইন্টার-কলেজ গ্রাউন্ডে দলীয় এক জনসভায় ওয়াইসি ওই মন্তব্য করেন। রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি (সপা) সরকারের বিরুদ্ধে অভিযোগ করে ওয়াইসি বলেন, কংগ্রেসের পথেই সপা সরকার মুসলিমদের পরিকল্পিতভাবে পিছিয়ে রেখেছে। মীরাট এবং বেরেলী মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই। সরকার মুরাদাবাদে রিকশা বিলি করছে, আমাদের রিকশার প্রয়োজন নেই। আমরা শিক্ষা চাই। ওয়াইসি বলেন, রাজ্য সরকার ১৮ শতাংশ সংরক্ষণ (শিক্ষা ও চাকরিতে কোটা) দেয়ার কথা বললেও তা দেয়নি। যদিও কারাগারে ৩০ শতাংশ মুসলিম রয়েছে। মুসলিমদের উন্নয়নের জন্য যা জরুরি, তা দেয়নি। মুরাদাবাদকে সপা কিছু দেয়নি, কংগ্রেসও কিছু দেয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সপাকে মুজাফফরনগর দাঙ্গায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়ার ফল বিধানসভা নির্বাচনে ভোগ করতে হবে। দাঙ্গায় ক্ষতিগ্রস্তরা দরজায় দরজায় ঘুরছে। মুসলিমরা সরকারি চাকরিতে কম কিন্তু কারাগারে বেশি। বিধানসভা নির্বাচনে মুসলিমরা এর জবাব দেবে। ওয়াইসি বলেন, রাজ্যের মুসলিমরা মুজাফফরনগর দাঙ্গাকে ভুলে যায়নি। এতে এক লাখ মুসলিম গৃহহীন হয়েছিল। ১৮ জনের আজো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। ইনসাফের জন্য সুপ্রিম কোটে দরজায় কড়া নাড়া দেয়া সাত মহিলাকে ভয় দেখানো এবং হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, দাঙ্গায় ৩৫০টি এফআইআর হলেও ১৫০টিতে চার্জশিট দেয়া হয়েছে।
নেতাজী (মুলায়ম সিং যাদব) অসন্তুষ্ট হওয়ার ভয়ে সপার কোনো মুসলিম বিধায়কও মুজাফফরনগর যায়নি। বিধানসভাতে তারা সোচ্চার পর্যন্ত হননি। যদি মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিম (মিম)-এর ১৫ জন বিধায়কও বিধানসভায় পৌঁছাতে পারে তাহলে সরকারকে শান্তিতে বসতে দেবে না বলেও ওয়াইসি মন্তব্য করেন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন