শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সংবাদ সংগ্রহে বাঁধা: চ্যানেল আইয়ের ক্যামেরাম্যানকে মারধর

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২১, ৮:১০ পিএম

গাজীপুর জেলার শ্রীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান রমজান আলী রুবেল মারধরের শিকার হয়েছে। কাওরাইদ ইউনিয়নের কাশেমপুর বাজারের কলিমউদ্দিন মেম্বারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।

জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে সরকারি বনের জমি দখলের খবর পেয়ে ভিডিও করতে যায় ক্যামেরাপারসন রমজান আলী রুবেল। পরে কয়েকজন সন্ত্রাসী বাহিনী এসে ক্যামেরাপারসন রমজান আলী রুবেলকে মারধর করে।

ক্যামেরাপারসন রমজান আলী রুবেল জানান, কাওরাইদ ইউনিয়নের ইউপি সদস্য কলিমউদ্দিনের কাছে বক্তব্য নিতে গেলে তার নেতৃত্বে আমাকে মারধর করেছে কয়েকজন সন্ত্রাসী।

ক্যামেরাপারসনকে মারধরের এ ব্যাপারে কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যডভোকেট আঃ আজিজ জানান, আমি শুনেছি মেম্বার কলিমউদ্দিন একজন সাংবাদিককে মারধর করেছে।

শ্রীপুর থানার এসআই নাজমুর রহমান জানান, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসনকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সাংবাদিককে মারধরের বিষয়ে ইউপি সদস্য কলিম উদ্দিন জানান, আমি তখন বাড়িতে ছিলাম। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সাংবাদিককে মারধর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন